সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানের উত্তর পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি কম্পন অনুভূত হয়।

শনিবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছ পাকিস্থানের গণমাধ্যম জিও নিউজ।


বিজ্ঞাপন


দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং গভীরতা ১২ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

পাঞ্জাবের অ্যাটক ও চাকওয়াল শহরগুলোতেও কম্পনের খবর পাওয়া গেছে। তাছাড়া পেশোয়ার, মারদান, মোহমান্দ, সোয়াবি, নওশেরা, লাক্কি মারওয়াত, লোয়ার দির, মালাকান্দ, শাবকদর শহরও কেঁপে ওঠে।


বিজ্ঞাপন


তবে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর