মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘মোদির চাপে বিদ্যুতের বরাত আদানিকে দেয় শ্রীলঙ্কা’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১০:০৮ এএম

শেয়ার করুন:

‘মোদির চাপে বিদ্যুতের বরাত আদানিকে দেয় শ্রীলঙ্কা’

ব্যাপক আর্থিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দেনায় জর্জরিত প্রতিবেশী দেশের পাশে দাঁড়াতে প্রচুর সাহায্য করেছে ভারত। কিন্তু এবার দ্বীপরাষ্ট্র থেকে বিতর্কের তীর উড়ে এল ভারতের দিকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রো মোদির চাপেই আদানি গ্রুপকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের বরাত দিয়েছিল শ্রীলঙ্কা। এমন দাবি করেছেন শ্রীলঙ্কার বিদ্যুৎ বিভাগের প্রধান।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিদ্যুৎ বিভাগের প্রধান এমএমসি ফার্ডিনান্ডো জানিয়েছেন,  আদানি গ্রুপকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির বরাত দিতে জোর করেছিলেন মোদি।


বিজ্ঞাপন


সংসদীয় কমিটির প্রশ্নের উত্তরে ফার্ডিনান্ডো বলেন, 'রাজাপাকসে (শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে) আমাকে বলেছিলেন, ৫০০ মেগাওয়াটের বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র তৈরির দায়িত্ব আদানি গ্রুপকে দিতে চান মোদি। বেশ জোর দিয়েই সেই প্রস্তাব করেছেন ভারতের প্রধানমন্ত্রী।' 

প্রসঙ্গত, আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির সঙ্গে মোদির সুসম্পর্কের কথা কারও অজানা নয়।

তবে ফার্ডিনান্ডোর এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই প্রতিক্রিয়া দিয়েছেন গোতাবায়া রাজাপাকসে। পুরো ঘটনা অস্বীকার করে তিনি জানিয়েছেন, 'সিলন ইলেকট্রিসিটি বোর্ডের প্রধান যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। কোনো বিশেষ ব্যক্তি বা সংস্থাকে দায়িত্ব পাইয়ে দিইনি আমি। আশা করি, ভবিষ্যতে এই বিষয় নিয়ে সচেতনভাবে কথা বলবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।'

তবে প্রেসিডেন্টের মন্তব্যের পর এমন মন্তব্য করা ভুল হয়েছে বলে জানান ফার্ডিনান্ডো। তবে আদানি গ্রুপকে নিয়ে প্রথমবার শ্রীলঙ্কায় বিতর্ক হচ্ছে, এমন নয়। বিদ্যুতের অভাবে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রের বরাত পেয়েছে আদানি গ্রুপ। সেই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সমাগি জন বালাওয়াএগা। 


বিজ্ঞাপন


দলের তরফে বলা হয়েছিল, বেআইনি ভাবে শ্রীলঙ্কায় ঢুকছে বিদেশি শক্তি। নরেন্দ্র মোদির ‘কুখ্যাত বন্ধু’দের প্রশ্রয় দিচ্ছেন গোতাবায়া। এর আগেও কলম্বো বন্দরের উন্নয়নের কাজ করার বরাত পেয়েছিল আদানি গ্রুপ।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর