ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী রানী ক্যামিলা চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৭ এপ্রিল) ইতালি পৌঁছেছেন।
এই সফরে ব্রিটিশ রাজা রোমে ইতালীয় সংসদে ভাষণ দেবেন। এটি রাজা চার্লসের ১৭তম সরকারি ইতালি সফর এবং এ বছর তার প্রথম বিদেশ সফর। খবর খবর রয়টার্সের।
বিজ্ঞাপন
এদিকে, ব্রিটিশ রাজা চার্চ অফ ইংল্যান্ডের সর্বোচ্চ গভর্নর হিসেবে চার্লসের চলতি সপ্তাহে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু পোপের স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে মার্চের শেষের দিকে সাক্ষাৎ স্থগিত করা হয়।
ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার সঙ্গে মঙ্গলবার (৮ এপ্রিল) চার্লস এবং ক্যামিলার দেখা করার এবং কলোসিয়াম পরিদর্শন করার কথা রয়েছে।
বুধবার রাজা এবং রানী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করবেন। এরপর চার্লস সংসদে ভাষণ দেবেন-এর মধ্য দিয়ে তিনিই হবেন ইতিহাসের প্রথম ব্রিটিশ রাজা যিনি ইতালিতে যৌথ সংসদীয় অধিবেশনে ভাষণ দেবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার চার্লস এবং ক্যামিলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নাৎসি দখল থেকে শহরটির মুক্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে উত্তর-পূর্ব এমিলিয়া-রোমাগনা অঞ্চলের রাভেনায় ভ্রমণ করবেন।
-এমএমএস

