মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদের চাঁদের প্রথম ছবি প্রকাশ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মরুভূমিতে অবস্থিত আল খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার আনুষ্ঠানিকভাবে ১৪৪৬ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা নিশ্চিত করেছে।

রোববার (৩০ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের সময় সকাল ৭টা ৩০ মিনিটে এ চাঁদ দেখা যায় বলে জানিয়েছে গালফ নিউজ।


বিজ্ঞাপন


moon
১৪৪৬ হিজরির শাওয়াল মাসের চাঁদের প্রথম ছবি।

প্রতিবেদনে বলা হয়, চাঁদটি সূর্য থেকে ১০ দশমিক ৫ ডিগ্রি দূরে অবস্থান করছিল। মোহাম্মদ আউদা ও তার দলের সদস্য খলফান আল নুয়াইমি, ওসামা গানাম, আনাস মোহাম্মদ এবং সামেহ আল আশি সেই মুহুর্তের একটি ছবির তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পর্যবেক্ষণাগারটি স্পষ্ট করে জানিয়েছে, চাঁদের আকৃতি শাওয়াল মাসের শুরু নির্ধারণের নির্ভুলতার উপর প্রভাব ফেলে না, তা রোববার হোক বা সোমবার। পাশাপাশি, নতুন মাসের প্রথম দিন নির্ধারণের ক্ষেত্রে চাঁদের উপস্থিতি এবং চাঁদের দৃশ্যমানতার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই বলেও তারা উল্লেখ করেছে।


বিজ্ঞাপন


এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub