বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ঢাকা

গাজার পাশে বিমানবন্দর তৈরির পরিকল্পনা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

গাজার পাশে বিমানবন্দর তৈরির পরিকল্পনা ইজরায়েলের

ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছেই নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলের দক্ষিণ প্রান্তে এই নতুন বিমানবন্দর তৈরিতে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে দেশটির অর্থনৈতিক কমিটি। 

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস যে অঞ্চলে হামলা চালিয়েছিল, সেখান থেকে এটির দূরত্ব খুব বেশি নয়।


বিজ্ঞাপন


ইসরায়েলের দক্ষিণে নেভটিম শহরে এই বিমানবন্দরটি তৈরির কথা ভাবছে বেনইয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। গাজা সীমান্ত থেকে এই শহরের দূরত্ব মাত্র ৬৫ কিলোমিটার।

সড়কপথে এক ঘণ্টার রাস্তা। বিমানবন্দরটি যেখানে তৈরির কথা ভাবছে ইসরায়েলি প্রশাসন, তার পাশেই রয়েছে একটি সামরিক ঘাঁটি। নেগেভ মরুভূমির উপর সামরিক ঘাঁটিতে রয়েছে ইসরায়েল বিমানবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান। নতুন বিমানবন্দর তৈরির জন্য বিলটি আপাতত ইসরায়েলের পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

২০২৩ সালে হামাসের ওই হামলার পরে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নেতানিয়াহু। যুদ্ধে নারী এবং শিশুসহ ৫০ হাজারেরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। 


বিজ্ঞাপন


গত ১৫ জানুয়ারি কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে ইসরায়েল এবং হামাস সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। গত ১৯ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হয়। প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়েছে ১ মার্চ।

দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত কোনও আলোচনা হয়নি দুই পক্ষের। এরই মধ্যে গাজা ভূখণ্ডে সম্প্রতি নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী, পাল্টা হামলা চালাচ্ছে হামাসও।

এই উত্তেজনার আবহে গাজা সীমান্তের কাছে নতুন বিমানবন্দর তৈরি করতে উদ্যোগী হয়েছে ইসরায়েলের সরকার। 

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর