বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইসরায়েলে অবস্থানকারী মার্কিনিদের জন্য সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১০:৫০ এএম

শেয়ার করুন:

loading/img

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত সপ্তাহ থেকে চালানো নির্বিচারে এই হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন শত শত ফিলিস্তিনি। 

তবে থেমে নেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেলআবিবে রকেট হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। 


বিজ্ঞাপন


হামলা হয়েছে লেবানন ও ইয়েমেন থেকেও। এমন অবস্থায় ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

এমনকি তাদের নিকটতম আশ্রয়স্থলের অবস্থান জেনে রাখতেও বলা হয়েছে। জেরুজালেমে অবস্থিত মার্কিনর দূতাবাস শনিবার (২২ মার্চ) এই সতর্কতা জারি করেছে। খবর  আল জাজিরার।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে বসবাসকারী আমেরিকানদের সতর্ক থাকার এবং বৃহৎ বিক্ষোভ ও রকেট হামলার সতর্কতাসহ উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে সচেতনতা বৃদ্ধির আহ্বানও জানিয়েছে।

us


বিজ্ঞাপন


দূতাবাস জানিয়েছে, মার্কিন নাগরিকদের বৃহৎ সমাবেশ এড়িয়ে চলা উচিত এবং নিকটতম আশ্রয়স্থলের অবস্থান জানা উচিত।

মূলত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে গত সপ্তাহে ইসরায়েলে বেশ কয়েকবার রকেট সাইরেন এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ

ছাড়া ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেলআবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলের নতুন করে স্থল ও আকাশপথে হামলায় বেসামরিক প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধে গত বৃহস্পতিবার তারা এই হামলা চালায়।

ইসরায়েলি সেনাবাহিনী সেসময় বলেছিল, গাজা থেকে ছোড়া একটিরেকেট আটকে দেওয়া হয়েছে। এছাড়া অন্য দুটি মিসাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত হেনেছে। তবে এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও সেসময় দাবি করে ইসরায়েল।

এদিকে ইসরায়েলে রকেট হামলা হয়েছে লেবানন থেকেও। গত বছরের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবারের মতো শনিবার লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। 

এই হামলার পর গত চার মাসের মধ্যে লেবাননে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারীও শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন কয়েক ডজন রকেট লঞ্চার এবং একটি কমান্ড সেন্টারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা।

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় হিজবুল্লাহর মিত্র হামাসের বিরুদ্ধে ইসরায়েল নতুন করে অভিযান শুরু করার পর শনিবার ইসরায়েল-লেবাননে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এরপরই ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub