শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

দুর্নীতির অভিযোগে ইস্তাম্বুলের মেয়র গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

loading/img

তুরস্কের গুরুত্বপূর্ণ নগরী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে বুধবার (১৯ মার্চ) দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

উত্তর ইস্তাম্বুলে ইমামোগলুর বাড়িতে তল্লাশি এখনও চলছে। গত বছরের মার্চে এরদোগানের দলকে পরাজিত করে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়েছিলেন একরেম ইমামোগলু। খবর তাস ও আনাদোলুর।


বিজ্ঞাপন


গ্রেফতারের পর ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি চারদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে যেকোনো সভা-সমাবেশ।
 
এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) উচ্চশিক্ষা কাউন্সিলের নিয়মাবলীতে অনিয়মের অভিযোগ তুলে মেয়র ইমামোগলুর ডিপ্লোমা বাতিল করে তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়। 

এনটিভি জানিয়েছে, প্রজাতন্ত্রে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে তুরস্কের পুলিশ ইস্তাম্বুলের বিরোধী মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারের এক্স-এ একটি ভিডিও বার্তায় ইমামোগলু লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি হাল ছাড়ব না, লড়াই চলবে।


বিজ্ঞাপন


দুর্নীতি, ঘুষ এবং সন্ত্রাসীদের সহযোগিতা করার অভিযোগে আটক ১০০ জনেরও বেশি ব্যক্তির মধ্যে তিনিও রয়েছেন। পরবর্তী তদন্তে মেয়রের কার্যালয় এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের রাজনৈতিক শাখার মধ্যে গত বছরের ইস্তাম্বুলের মেয়র নির্বাচনের আগে করা কিছু চুক্তির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

বিরোধী সংবাদপত্র কামহুরিয়াতের মতে, একটি অপরাধমূলক সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ইমামোগলু আবারো তদন্তের মুখোমুখি হচ্ছেন।

প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) শীর্ষ নেতা ইমামোগলুকে বেশ কিছুদিন ধরে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। 
 
ইমামোগলুর গ্রেফতারকে তুরস্কের ‘পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টা’ বলে নিন্দা জানিয়েছে তার দল সিএইচপি। 

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub