সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাপানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১০:৩০ এএম

শেয়ার করুন:

জাপানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কূটনীতিকসহ নয় জাপানি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

এই তালিকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া, ইউক্রেনে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাশি নাকাগোমে এবং সাবেক রাষ্ট্রদূত কুনিনোরি মাতসুদাও ​​রয়েছেন। খবর রুশ বার্তা সংস্থা তাসের।


বিজ্ঞাপন


রাশিয়ার ওপর সম্প্রতি জাপান নিষেধাজ্ঞা আরো করায় টোকিওর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো এ পদক্ষেপ নিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ নিষেধাজ্ঞার ফলে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়াসহ উল্লেখিত নয় জাপানি নাগরিক রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন না। 

এই তালিকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইউক্রেনে জাপানের রাষ্ট্রদূত মাসাশি নাকাগোমে এবং সাবেক রাষ্ট্রদূত কুনিনোরি মাতসুদা, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শোহেই হারা, ইউক্রেনের জাইকার প্রধান হিদেকি মাৎসুনাগা এবং জাপানি প্রতিষ্ঠান ইহি করপোরেশন, ইসুজু মোটরস লিমিটড, প্রোড্রোন ও সাইবারডাইনের প্রধান নির্বাহী।

এর আগে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ৪৯টি প্রতিষ্ঠানকে রোবট, গোলাবারুদ, এক্স-রে পর্যবেক্ষণ সরঞ্জাম, ওয়াটার ক্যানন, গ্যাস এক্সপ্লোরেশন সরঞ্জামসহ বিভিন্ন পণ্য পাঠানো হবে না। এই প্রতিষ্ঠানগুলো মস্কোর সামরিক সক্ষমতা বৃদ্ধিমূলক বিভিন্ন কাজে জড়িত।


বিজ্ঞাপন


রপ্তানি নিষিদ্ধের তালিকায় রোবটসহ এসব পণ্য যুক্ত করার পাশাপাশি গত শুক্রবার জাপান সরকার ঘোষিত সিদ্ধান্তে জানা যায়, রাশিয়া সরকারের ২২ কর্মকর্তা এবং তিনটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করার কথাও বলা হয়েছে। এর মধ্যে এয়ারক্রাফট কোম্পানি জেএসসি ইরকুট কর্প এবং মিসাইল নির্মাতা এমএমজেড অ্যাভানগার্ড রয়েছে। 

রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী মিখাইল মিজিনৎসেভসহ নতুন করে জাপানের নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের মধ্যে মধ্য ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চল একীভূতকরণে জড়িত ১৪ জনের নাম রয়েছে। এই ১৪ জনের মধ্যে রয়েছেন রাশিয়ার বিচার বিষয়ক মন্ত্রী কোনস্টান্টিয়ান চুশেঙ্কো।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর