ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন—এমন বিস্ফোরক দাবি করেছেন ভারতের লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। তবে এ দাবি নাকচ করে দিয়েছেন জয়শঙ্কর, তিনি দাবি করেন—রাহুল গান্ধী ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছেন।
রাহুল গান্ধী সোমবার (৩ ফেব্রুয়ারি) লোকসভায় বক্তৃতা দেন। সেখানে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেছিলেন।’ তিনি অভিযোগ করেন, ‘‘আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো হয়েছিল যাতে তিনি যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে আমাদের প্রধানমন্ত্রীর জন্য আমন্ত্রণ আদায় করতে পারেন।’’
বিজ্ঞাপন
রাহুল আরও দাবি করেন, ‘‘যদি আমাদের উৎপাদন ব্যবস্থা এবং প্রযুক্তি খাত উন্নত হতো, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতেন।’’
এস জয়শঙ্কর রাহুলের এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘‘আমার যুক্তরাষ্ট্র সফরের সময় কোনোভাবেই প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণ নিয়ে আলোচনা হয়নি। আমি ওই সময়ে বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলাম এবং আমাদের কনসাল জেনারেলের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম।’’ তিনি বলেন, ‘‘মোদির আমন্ত্রণের বিষয়ে কোনো তদবির করা হয়নি, কারণ তিনি সাধারণত এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না। ভারত এমন আন্তর্জাতিক অনুষ্ঠানে সাধারণত বিশেষ প্রতিনিধির মাধ্যমে প্রতিনিধিত্ব করে।’’
রাহুলের মন্তব্যের পর সংসদে উত্তেজনা তৈরি হলে সংসদ-বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘‘বিরোধী দলের নেতা হিসেবে রাহুল গান্ধী তথ্য যাচাই না করেই ভিত্তিহীন দাবি করেছেন। এর সঙ্গে দুই দেশের সম্পর্ক জড়িত, তাই এই ধরনের মন্তব্য উপযুক্ত নয়।’’
এদিন, রাহুল গান্ধী পরে সংসদে বলেন, ‘‘আপনারা আমার মন্তব্যে অসন্তুষ্ট হয়েছেন, আমি আপনার মানসিক শান্তি বিঘ্নিত করার জন্য ক্ষমা চাইছি।’’
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। সে সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জয়শঙ্কর এর আগে ২৪ থেকে ২৯ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করেন। সূত্র: হিন্দুস্তান টাইমস
এইউ