মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

দ.কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতারের চেষ্টা, সমর্থকদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:২৫ এএম

শেয়ার করুন:

loading/img

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেফতার করতে তার বাসভবনে পৌঁছেছেন দুর্নীতি তদন্ত অফিসের কর্মকর্তারা। এ ঘটনাকে কেন্দ্র করে বাসভবনের সামনে জদক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেফতার করার জন্য তার বাসভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি তদন্ত অফিসের কর্মকর্তারা। এ ঘটনার পর ইয়োলের বাসভবনের সামনে সমর্থকদের বিশাল জমায়েত ঘটেছে, যার ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটি হতে পারে প্রথমবারের মতো এমন ঘটনা, যেখানে কোনো প্রেসিডেন্টকে গ্রেফতার করা হবে। তবে, প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস (পিএসএস) তদন্তকারীদের এবং পুলিশকে ইয়োলের বাসভবনে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এখন পর্যন্ত এটি স্পষ্ট নয়, তারা প্রেসিডেন্টকে গ্রেফতারে কোনো বাধা সৃষ্টি করবে কিনা।


বিজ্ঞাপন


ইয়োলের বিরুদ্ধে দেশটির সামরিক আইন জারির প্রচেষ্টার অভিযোগ রয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) তাকে এই অভিযোগে তদন্তের আওতায় আনা হয়, যেখানে তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। তার আইনজীবী দাবি করেছেন, গ্রেফতারি পরোয়ানা অবৈধ। তদন্তকারীরা সিউলের কাছে গোয়াচিওন এলাকায় তাদের কার্যালয়ে ইয়োলকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান। তবে, এর জন্য একটি নতুন পরোয়ানা প্রয়োজন হতে পারে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub