মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাতে মাত্র ৩ ঘণ্টা ঘুমান মোদি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

রাতে মাত্র ৩ ঘণ্টা ঘুমান মোদি!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতে মাত্র ৩ ঘণ্টা ঘুমান। এ কথা তিনি নিজেই জানিয়েছেন বলিউড স্টার সাইফ আলী খানকে।

সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎকারের সুযোগ পেয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বিশেষ আয়োজন করেছে কাপুর পরিবার। 


বিজ্ঞাপন


সেই সূত্রেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পৌঁছেছিলেন রণবীর-কারিনা-কারিশমারা। বলিউডের ‘ফার্স্ট ফ্যামিলি’র ছোট জামাই হওয়ার সুবাদে সেখানে হাজির ছিলেন সাইফ আলি খান নিজেও। 

মোদির সাক্ষাতে যে কাপুর পরিবারের নবীন-প্রবীণ প্রজন্ম বেজায় খুশি, সেটা বোঝা গেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও ক্লিপে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে নানা তথ্য। 

রাজ কাপুরের স্মরণে আয়োজিত বিশেষ সভা সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে সাইফ আলি খান বলেন, ‘সেদিন মোদিজি সংসদের কাজ সেরে হাজির হয়েছিলেন। তাই আমি ভাবছিলাম তিনি হয়তো ক্লান্ত থাকবেন, কিন্তু প্রধানমন্ত্রীর মুখের উষ্ণ হাসি ছিল অটুট এবং আমাদের সবার প্রতি মনোযোগী ছিলেন তিনি।’

গত মঙ্গলবার মোদির সঙ্গে সাক্ষাৎ করেন কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু সিং, আদর এবং আরমান জৈনরা। 


বিজ্ঞাপন


modi-

সাইফ আরো বলেন, ‘আমি খুশি যে কারিনা, কারিশমা এবং রণবীরের মাধ্যমে আমিও এর অংশ হতে পারলাম। রাজ সাহেবের শততম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীজির সঙ্গে এই সাক্ষাৎ পরিবারের পক্ষে কতই না গর্বের।’

এদিন মা শর্মিলা ঠাকুর ও বাবা প্রয়াত মনসুর আলি খান পতৌদির কথাও বলেন সাইফ। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার বাবা-মা সম্পর্কে আলাদা করে জিজ্ঞাসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি ভেবেছিলেন আমরা তৈমুর এবং জাহাঙ্গীরকে তার সঙ্গে দেখা করতে নিয়ে আসব! তিনি তাদের জন্য একটি কাগজে স্বাক্ষর করে দিয়েছেন।’

অভিনেতা আরও বলেন, ‘আমার কাছে তাকে দেখে মনে হচ্ছিল, তিনি দেশ চালাতে খুব কঠোর পরিশ্রম করছেন এবং নিজের জন্যও সময় কম পাচ্ছেন। আমি মোদীজিকে জিজ্ঞাসা করলাম, রাতে কতটুকু বিশ্রামের সময় পান। জবাবে তিনি আমাকে বললেন, প্রায় তিন ঘন্টা।’

সাইফ বলেন, ‘সবকিছু মিলিয়ে ওই দিনটি ছিল আমার জন্য বিশেষ একটি দিন। আমাদের পরিবারকে তার মূল্যবান কিছু সময় বের করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।’ 

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর