বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসানের ঘোষণা দিয়েছে দেশটির সেনা কমান্ড। সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে সিরিয়ার সামরিক বাহিনীর কমান্ডের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
রোববার সকালে সামরিক কমান্ডের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে খবর বের হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে করে রাজধানী দামেস্কের বাইরে অজানা কোনো গন্তব্যে চলে গেছেন।
বিজ্ঞাপন
হোমস দখলের পর আজ ভোরে রাজধানী দামেস্কে ঢুকতে শুরু করেন বিদ্রোহী যোদ্ধারা। বিনাবাধায় দামেস্কের নিয়ন্ত্রণ নেন তারা। এরপরই ঘোষণা দেন, ‘অত্যাচারী আসাদ থেকে মুক্ত দামেস্ক’। একই সঙ্গে সিরিয়ায় নতুন যুগের শুরুর ঘোষণা দেন তারা। এর মধ্য দিয়ে সিরিয়ায় বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের অবসান হলো।
এদিকে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল-জালালি বিদ্রোহী গেরিলাদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর বিষয়ের সরকারের প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তারা একটি অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত রয়েছেন।
এক ভিডিও বার্তায় তিনি সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি না করার জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। অবশ্য এর আগেই বিদ্রোহীদের নেতা আবু মুহাম্মদ আল জোলানি সরকারি দপ্তরের দখল ও রাষ্ট্রীয় সম্পদ না করতে যোদ্ধাদের নির্দেশ দিয়েছেন। কারও ওপর প্রতিশোধ না নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ইএ

