রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

'দুর্নীতিবাজ' আদানিকে সুরক্ষা দিচ্ছেন মোদি: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

'দুর্নীতিবাজ' আদানিকে সুরক্ষা দিচ্ছেন মোদি: রাহুল গান্ধী

ঘুষ-কাণ্ডে নাম জড়ানোর পরেই ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি গৌতম আদানিকে গ্রেফতার করার দাবি তুললেন দেশটির লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। 

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগ তুলে বললেন, আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী। 


বিজ্ঞাপন


আমেরিকায় গৌতম আদানিসহ ৭ জনের বিরুদ্ধে ভারতীয় কর্মকর্তাদের কোটি কোটি টাকার ঘুষ দেওয়ার প্রস্তাব এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। 

অভিযোগ ঘিরে শোরগোল শুরু হতেই বৃহস্পতিবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাহুল। খবর আনন্দবাজার পত্রিকার।

সাংবাদিক সম্মেলনে মোদি এবং আদানিকে কার্যত একাসনে বসিয়ে আক্রমণ শানান রাহুল। তিনি বলেন, মোদি এবং আদানি দু’জনেই দুর্নীতিগ্রস্ত। আজই আদানিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। 

কিন্তু আদানিজিকে গ্রেফতার করার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। কারণ, উনি নিজেই আদানির দ্বারা নিয়ন্ত্রিত হন।বিষয়টি নিয়ে এমপিদের আসন্ন শীতকালীন অধিবেশনে কংগ্রেস সরব হবে বলেও জানিয়েছেন রাহুল গান্ধী।


বিজ্ঞাপন


আদানির বিরুদ্ধে ভারতকে ‘হাইজ্যাক করা’ এবং ১ হাজার কোটি টাকার দুর্নীতি করার অভিযোগও তুলেছেন রাহুল। এই প্রসঙ্গে ‘দুর্নীতিগ্রস্ত’ আদানিকে রক্ষা করার অভিযোগ তুলে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র প্রধান মাধবী পুরী বুচকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন রায়বরেলীর কংগ্রেস এমপি। 

সম্প্রতি আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ অভিযোগ করে যে, আদানিরা বিদেশে যে টাকা সরিয়েছেন, তাতে অংশীদারি রয়েছে সেবি প্রধান মাধবী এবং তার স্বামী ধবল বুচের। তার পরেই এই বিষয়ে তদন্তের দাবি তোলে দেশের বিরোধী দলগুলি।

বৃহস্পতিবার রাহুল অভিযোগ করেন যে, আদানির টাকায় বিজেপি চলে। সম্প্রতি মহারাষ্ট্রে ভোটপ্রচারে গিয়ে আদানি-বিজেপি আঁতাঁতের অভিযোগ তুলে রাহুল দাবি করেছিলেন, মুম্বইয়ের বিমানবন্দরের পরে ধারাভি বস্তির জমিও আদানির হাতে তুলে দিতে চান মোদি। তা থেকে আদানির ১ লাখ কোটি টাকা আয় হবে বলে দাবি করেন রাহুল।

ভারতের সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি কর্মকর্তাদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। 

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর