শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

রাশিয়ার হামলার ভয়ে ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

রাশিয়ার হামলার ভয়ে ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ 

রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বিমান হামলা হতে পারে বলে বুধবার তথ্য পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে বুধবার এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো মঙ্গলবার রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের সহস্রতম দিনে এ হামলা চালানো হয়। 

এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে রাশিয়া। তাই এ হামলার পর বুধবার থেকে ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ বলেছে, বুধবার বিমান হামলার সুনির্দিষ্ট করে তথ্য পায় মার্কিন দূতাবাস। এ জন্য দ্রুত দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও বলেছে, সতর্কতা হিসেবে দূতাবাস সাময়িক বন্ধ থাকবে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।


বিজ্ঞাপন


বিমান হামলার সতর্কসংকেত ঘোষণা করামাত্রই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে দূতাবাস।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর