মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এছাড়া মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) আর্জেন্টিনা সরকারের মুখপাত্রের বরাতে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
মুখপাত্র জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্ট মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে হাভিয়ের মিলেইর বৈঠকটি হবে।
আর্জেন্টিনা সরকারের মুখপাত্র আরও বলেন, হ্যাভিয়ার মিলেই যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
গত বছর আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন হ্যাভিয়ার মিলেই। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন তিনি।
গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। এরপর ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত পোস্ট করেন হ্যাভিয়ার মিলেই।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সিপিএসি) একটি সমাবেশ মার-এ-লাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমএইচটি