শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ঢাকা

এটি হবে যুক্তরাষ্ট্রের ‘স্বর্ণযুগ’: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ০২:২২ পিএম

শেয়ার করুন:

এটি হবে যুক্তরাষ্ট্রের ‘স্বর্ণযুগ’: ডোনাল্ড ট্রাম্প
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিয়েছেন তিনি। বক্তব্যে তিনি বলেন, এটি হবে যুক্তরাষ্ট্রের ‘স্বর্ণযুগ’। খবর বিবিসির।

ট্রাম্প আরও বলেন, এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়। এটি আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে।


বিজ্ঞাপন


জনতার উদ্দেশে তিনি বলেন, একদিন আপনারা এ দিনটির দিকে ফিরে তাকাবেন এবং এই দিনকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি বলে বিবেচনা করবেন।

আরও পড়ুন

নিজেকে জয়ী ঘোষণা করলেন ট্রাম্প

তিনি আরও বলেন, আমেরিকা আমাদের একটি নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। আমরা আমাদের দেশকে সুস্থ করে তুলতে যাচ্ছি।

এ সময় ট্রাম্পের পাশে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, তার সন্তানরা ও তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স। বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প ভোটার এবং স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানান।


বিজ্ঞাপন


সবশেষ খবরে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৬৬টি ইলেকটোরাল ভোট। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৯টি ভোট।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়।

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর