ইয়েমেনের আল-হুদায়দাহ বিমানবন্দরে বুধবার রাতে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ট মিত্র যুক্তরাজ্য।
দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমানগুলো ১ ঘণ্টায় ব্যবধানে দুইবার বোমাবর্ষণ করেছে ইয়েমেনে। খবর আনাদোলুর।
বিজ্ঞাপন
হুথি পরিচালিত গণমাধ্যম আল-মাশিরাহ টিভি জানায়, ইসরায়েলের দুই মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধবিমান পশ্চিম ইয়েমেনের আল হুদায়দাহ প্রদেশে নতুন করে বুধবার রাতে বিমান হামলা শুরু করে।
প্রথমে তারা আল-হাওয়াক জেলায় বিমান হামলা চালায়।পরে তারা আল-হুদায়দাহ বিমানবন্দরে হামলা চালায়। তবে, হামলায় হতাহতের বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ হামলার ব্যপারে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।আল হুদায়দাহ প্রদেশে তিনটি গুরুত্বপূর্ণ বন্দর এবং একটি দীর্ঘ উপকূল রয়েছে।
বিজ্ঞাপন
২০২৪ সালের শুরু থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট হুথিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচচ্ছ্কোরন, হুথিরা লোহিত সাগর ও এডেন সাগরে ইসায়েলি জাহাজ ও ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে্।
গাজার নিপীড়িত ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলি জাহাজে হামলা চলবে বলে হুমকি দিয়ে রেখেছে ইয়েমেনের হুথিরা।
-এমএমএস