লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ চারটি ইসরায়েলি বসতি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোররাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে কিরিয়াত শমোনা, হাতজোর হাগ্লিলিট, কেদেম তসভি এবং ইয়েসোদ হামাআলা বসতি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। খবর ইরনার।
বিজ্ঞাপন
এর আগে হিজবুল্লাহ দখলকৃত অঞ্চল থেকে ২৫টি অবৈধ ইহুদি বসতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলকে। সতর্ক করার কয়েকদিন পরেই বৃহস্পতিবার ভোরে ওই অভিযান শুরু করে।
এদিকে, অধিকৃত ফিলিস্তিনের উত্তরে নাহারিয়া, কাফার গিলাদি, আল-মেতুলা, কেফার ইউভাল এবং অন্য ইহুদি বসতিতেও রকেট হামলার সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, একটি ড্রোন বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে অধিকৃত ফিলিস্তিনের ইহুদি বসতিতে আঘাত হেনেছে।
এছাড়া, বৃহস্পতিবার হঠাৎ করে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে হাজার হাজার মোবাইল ফোন অকেজো হয়ে যায়।
বিজ্ঞাপন
ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম অধিকৃত নাহারিয়া এলাকায় একটি ড্রোন হামলার ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ড্রোনটি একটি প্রতিষ্ঠানের ওপর হামলা করে এটি ধ্বংস করে দিয়েছে। সম্ভবত এটি একটি টেলিযোগাযোগ কেন্দ্র বা মোবাইল ফোনের ট্রান্সমিশন স্টেশন।
-এমএমএস