সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

হিজবুল্লাহর রকেট হামলায় ফের কাঁপল ইসরায়েল!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ এএম

শেয়ার করুন:

হিজবুল্লাহর হামলায় ফের কাঁপল ইসরায়েল!

ইসরায়েলের পর্যটন নগরী হাইফায় ফের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

হিজবুল্লাহ এর আগেও হাইফা শহরে হামলা চালিয়েছিল।


বিজ্ঞাপন


ইসরায়েলি সেনাবাহিনী বলছে, লেবানন থেকে ছোড়া পাঁচটি রকেট পর্যটন নগরী হাইফায় আঘাত হেনেছে। এতে একটি রেস্তোরাঁ, একটি বাড়ি এবং একটি প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়ে গেছে ওইসব স্থাপনা।

এ ছাড়া উত্তরের শহর টাইবেরিয়াতেও সাইরেন বেজে ওঠে। তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সেনাবাহিনী আরও বলেছে, ১৫টি রকেট শনাক্ত করার পর অন্য এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তাদের মধ্যে কিছু আটকানো সম্ভব হয়েছে। বাকিগুলো ভূমিতে আঘাত হানে।

আরও পড়ুন

হিজবুল্লাহর মিসাইলে ইসরায়েলের হাইফা শহর লণ্ডভণ্ড

হামাসের সঙ্গে গত বছরের ৭ অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। এক বছরের মধ্যেই তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ায়। এর জেরে সম্প্রতি ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায় হিজবুল্লাহ।

সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ। এতে হাইফা শহরের রাস্তা এখন বিরানভূমিতে পরিণত হয়েছে।

হিজবুল্লাহর পাশাপাশি সেখানে ড্রোন হামলা চালায় ইরাকের প্রতিরোধ যোদ্ধা। রকেট হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও।

এদিকে ইসরায়েলের টানা হামলায় মৃত্যুকূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল। নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না বাড়িঘর, স্কুল-কলেজ এমনকি হাসপাতালও। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে যারা মসজিদকে নিরাপদ মনে করে আশ্রয় নিচ্ছেন সেখানে টার্গেট করে হামলা চালানো হচ্ছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর