মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মণিপুরে ড্রোন ও রকেট হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

মণিপুরে ড্রোন ও রকেট হামলায় নিহত ৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ড্রোন ও রকেট হামলার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় দফায় দফায় হামলায় অন্তত ৬ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আকাশে একের পর এক ড্রোন উড়তে দেখে স্থানীয় বাসিন্দারা বাড়িঘরে ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে বহু ড্রোন দেখা যায়, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, বাসিন্দারা বাড়ির লাইট বন্ধ করে দেন এবং কেউ বাইরে বের হতে সাহস পাননি। 

বিদ্রোহীরা ইম্ফল পশ্চিম জেলার ২টি স্থানে ড্রোন থেকে বোমা ফেলে। এছাড়া, বিষ্ণুপুরের বিভিন্ন স্থানে ফাঁকা গুলি ছোড়া হয়, যা আতঙ্ক আরো বাড়িয়ে দেয়।

এর আগে, বিচ্ছিন্নতাবাদীরা মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রীর বাসভবনে রকেট হামলা চালায়। হামলায় একজন নিহত এবং ৬ জন আহত হন। নিরাপত্তা বাহিনী চুরাচাঁদপুর জেলায় বিদ্রোহীদের ৩টি বাঙ্কার ধ্বংস করেছে।

মণিপুরের চলমান সংঘাতে এটিই প্রথমবার ড্রোন ও রকেট হামলা ব্যবহার করা হলো। এর আগে ১ সেপ্টেম্বর ড্রোন থেকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। গ


বিজ্ঞাপন


ত বছরের মে মাসে মেইতে ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সহিংসতা শুরু হয়, যার ফলে ২ শতাধিক মানুষ নিহত এবং ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হন।

সংঘাতের নতুন ঢেউয়ে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর