রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোথা থেকে এসেছে কোয়াড, কী তার উদ্দেশ্য?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২২, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

কোথা থেকে এসেছে কোয়াড, কী তার উদ্দেশ্য?
ছবি : এপি

মঙ্গলবার (২৪ মে) জাপানের রাজধানী টোকিওতে ‘কোয়াড’ এর শীর্ষ সম্মেলনে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের নেতারা। দলটি কী, কোথা থেকে এসেছে এবং কেন কূটনীতিকরা কোয়াড বিষয়ে এত তৎপর তার আদ্যোপান্ত তুলে ধরেছে বার্তা সংস্থা এপি।

কোয়াড কি?


বিজ্ঞাপন


২০০৪ সালে ভারত মহাসাগরের বিধ্বংসী সুনামির পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে মানবিক ও দুর্যোগকালীন সহায়তা প্রদানের জন্য একত্রিত হয়েছিল চার দেশ। ২০০৭ সালে তৎকালীন জাপানী প্রধানমন্ত্রী চতুর্পাক্ষিক জোটটির আনুষ্ঠানিক রূপ দেন ‘কোয়াড’ হিসেবে।

quad meeting

কিন্তু এরপর এক দশক জোটটি ছিল নিষ্ক্রিয়। ২০১৭ সালে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে আবার সুপ্ত অবস্থা থেকে জেগে ওঠে জোটটি। এমতাবস্থায় চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র জোটটির পুনরুত্থানের পেছনে কলকাঠি নাড়তে শুরু করে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং বর্তমানে বাইডেন, উভয় প্রশাসনই কোয়াডকে ধাপে ধাপে চীন বিরোধী ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক জোটে রূপান্তর করে।

২০২১ সালে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে চীন বিরোধী জোট হিসেবে আত্মপ্রকাশ করে কোয়াড। কোয়াড্রেট্রাল সিকিউরিটি ডায়লগ সংক্ষেপে কোয়াড হয়ে ওঠে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোট।


বিজ্ঞাপন


কোয়াড কি ‘এশিয়ান ন্যাটো’?

চীন বরাবর অভিযোগ করে আসছে কোয়াড মূলত ‘এশীয় ন্যাটো’ গঠনের প্রচেষ্টার অংশ। তবে কোয়াডের সদস্য চার দেশের দাবি অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক গভীর করার উদ্দেশ্যে পারস্পারিক সহযোগিতাই তাদের মূল লক্ষ্য।

২০২১ সালে ওয়াশিংটন সম্মেলনে এক ঘোষণায় ‘স্পিরিট অফ দ্য কোয়াড’ তুলে ধরে নেতারা বলেছিলেন, ‘‘আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছি এবং মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য এক দৃষ্টিভঙ্গিতে ঐক্যবদ্ধ। আমরা এমন একটি অঞ্চলের জন্য সংগ্রাম করি যেটি মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, স্বাস্থ্যকর, গণতান্ত্রিক মূল্যবোধ দ্বারা সংযুক্ত এবং জবরদস্তি দ্বারা সীমাবদ্ধ নয়।’’

quad 3

নতুন মুখ কারা?

মঙ্গলবারের টোকিও সম্মেলনে সভাপতিত্ব করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। গত অক্টোবরে তিনি দেশটির কার্যভার গ্রহণ করেছিলেন, ফলে চতুর্মাত্রিক জোটটিতে তিনি একজন নতুন মুখ। কিশিদার মত আরেকজন নতুন মুখ হলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। নির্বাচিত হওয়ার দিন কয়েকের মধ্যেই তিনি কোয়াডের মত গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্মেলনে অংশ নেয়ার সৌভাগ্য বরণ করেছেন।

জোটে আগ্রহী যারা

কোয়াডে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। যদিও মার্কিন কর্মকর্তারা বলেছেন যে তারা গ্রুপের সদস্যপদ বৃদ্ধির কথা আপাতত ভাবছে না। এমতাবস্থায় ‘কোয়াড প্লাস’ শীর্ষক একটি বর্ধিত সম্মেলন সম্পন্ন করেছে জোটটি। যে সভায় অংশ নিয়েছিল দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড এবং ভিয়েতনাম। ভবিষ্যতে জোট সম্প্রসারণ বা অংশীদারিত্বের ভিত্তি তৈরিতে কোয়াড প্লাসের রূপরেখা অনুসরণ করতে পারে জোটটি।

টিএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর