১১৭ বছর বয়সে মারা গেছেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা। গত সোমবার এই নারী মারা যান বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছে তার পরিবার।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষও ১১৭ বছর ১৬৮ দিন বয়সে মারিয়া ব্রানিয়াস মোরেরার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিবৃতিতে বলা হয়, স্পেনের কাতালোনিয়ায় একটি নার্সিং হোমে শান্তিতে মৃত্যুবরণ করেছেন মারিয়া। গত দুই দশক ধরে সেখানেই বাস করছিলেন তিনি।
মোরেরা ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় জন্মগ্রহণ করেন। আট বছর বয়স থেকে স্পেনের কাতালোনিয়ায় বাস করছেন তিনি। গত ২৩ বছর ধরে একই নার্সিং হোমেই আছেন মোরেরা।
এর আগে ১১৮ বছর বয়সে ফরাসি নারী লুসি রঁদো মারা যাওয়ার পর ২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মারিয়া ব্রানিয়াস মোরেরাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে।
বিশ্বের ইতিহাসের যাচাই করা সম্ভব হয়েছে এমন মানুষের মধ্যে ১২তম বয়স্ক মারিয়া ব্রানিয়াস মোরেরা। গিনেস বুকের হিসাবে এখন পর্যন্ত বিশ্বের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি জ্যঁ লুই ক্যালম। ১৮৭৫ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেওয়া ক্যালম বেঁচে ছিলেন ১২২ বছর ১৬৪ দিন।
বিজ্ঞাপন


