প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং বোন শেখ রোহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়েছেন। দেশের পাশাপাশি আজ সোমবার এমন খবর জানিয়েছে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি ‘নিরাপদ আশ্রয়ের’ জন্য দেশ ছেড়েছেন। সঙ্গে শেখ রেহানাও আছেন।
বিজ্ঞাপন
রয়টার্স জানায়, প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন শেখ হাসিনা। একইসঙ্গে বাংলাদেশও ছেড়ে গেছেন তিনি।
এএফপি জানায়, বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশত্যাগ করেছেন। নিরাপদ আশ্রয়ের উদ্দেশে তিনি বাংলাদেশ ছেড়েছেন। হাজারো মানুষ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়েছে।
মধ্যপ্রাচ্য-ভিত্তিক আল জাজিরা বলছে, শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন। তার সরকারি আবাস গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছে।
আনন্দবাজার জানায়, বোন রেহানাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গণভবন’ ছেড়েছেন। হেলিকপ্টারে করে ‘নিরাপদ’ আশ্রয়ের উদ্দেশে গেছেন তিনি। বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী ভারতের আগরতলার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে গিয়েছেন এয়ার কমোডর আব্বাস। তিনি ১০১ স্কোয়াড্রনের সদস্য।