ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে তুরস্কে বিশাল বিক্ষোভ হয়েছে। হাজার হাজার ফিলিস্তিনপন্থি বুধবার রাতে ইস্তাম্বুলে এই বিক্ষোভে অংশ নেন।
ইরানের রাজধানী তেহরানে দেশটির নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হানিয়া এদিন হত্যাকাণ্ডের শিকার হন।
বিজ্ঞাপন
বিক্ষোভকারীদের হাতে ছিল নিহত হানিয়ার ছবি ও ব্যানার সম্বলিত পোস্টার। এতে ‘শহীদ হানিয়া’, ‘জেরুজালেম আমাদের’ এবং ‘আপনার পথই আমাদের পথ’ লেখা ছিল।
তুরস্কের ইস্তাম্বুলের ফাতিহ জেলার মিছিলে তুর্কি ও ফিলিস্তিনি পতাকা নেড়ে বিক্ষোভকারীরা ‘খুনি ইসরায়েল ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’, ‘গাজার প্রতিরোধে ইস্তাম্বুল থেকে সহস্র অভিবাদন’ ধ্বনিতে স্লোগান দিয়েছে।
ইসমাইল হানিয়া হত্যার ঘটনায় ইসরায়েল জড়িত বলে সবাই ধারণা করলেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এখন পর্যন্ত এই হত্যার দায় স্বীকার করেনি। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করবে না।
২০১৭ সালে হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। তখনই গাজা ছাড়েন হানিয়া। তারপর থেকে মূলত কাতারেই থাকতেন তিনি।
বিজ্ঞাপন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান তেহরানে হানিয়া হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বুধবার বলেন, হামাস নেতাকে হত্যা ফিলিস্তিনিদের মনোবল ভাঙতে পারবে না।
এদিকে ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে এ হত্যাকাণ্ডের কঠিন বদলা নেওয়ার হুমকি দিয়েছে। হানিয়া হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে বিস্তৃত পরিসরে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।