ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ গত ১৩ জুলাইয়ে গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর বিবিসি ও আল-জাজিরা।
ইরানের রাজধানী তেহরানে এক হামলায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার খবর জানার এক দিন পর সংগঠনটির সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হওয়ার খবর জানা গেল।
বিজ্ঞাপন
মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের প্রধান ছিলেন। কয়েক দশক ধরে দেইফ ইসরায়েলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন। ইসরায়েলের পক্ষ থেকে সাতবার হত্যাচেষ্টা থেকে বেঁচে যান তিনি।
ইসরায়েলের সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দা তথ্যের পর এটি এখন নিশ্চিত করে বলা যায় যে, ১৩ জুলাইয়ের হামলায় মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন। গাজার খান ইউনুস নগরীর একটি কম্পাউন্ডে দেইফকে নিশানা করে ১৩ জুলাইয়ে হামলা চালানো হয়।
ওই বিমান হামলার পর হামাসের আরেক কমান্ডার রাফা সালেমেহ নিহত হওয়ার খবর দিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী।
তবে হামাসের পক্ষ থেকে এখনও দেইফের মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়নি।
বিজ্ঞাপন
ইসরায়েলের দাবি, তাদের দেশের দক্ষিণাঞ্চলে গত বছর ৭ অক্টোবরে হামাসের যোদ্ধাদের হামলায় ১২০০ মানুষ নিহত ও ২৫১ জনকে জিম্মি করার ঘটনার পরিকল্পনাকারী ছিলেন দেইফ।
সেই হামলার পর হামাসকে ধ্বংস করতে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৩৯ হাজার ৪৮০ জন নিহত হয়েছেন।