শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

পাক সুন্দরীর প্রেমে পড়ে তথ্য পাচার, ভারতীয় সেনা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২২, ০৮:১৩ এএম

শেয়ার করুন:

পাক সুন্দরীর প্রেমে পড়ে তথ্য পাচার, ভারতীয় সেনা গ্রেফতার

পাকিস্তানের সুন্দরীর প্রেমে পড়েছিলেন ভারতীয় এক সেনা। প্রেমের সূত্র ধরেই তাকে পাচার করতেন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। ২৪ বছর বয়সী সেই সেনাকে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই সেনার নাম প্রদীপ কুমার। বাড়ি রাজস্থানে। আর যে তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি মূলত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সদস্য। 


বিজ্ঞাপন


খবরে বলা হয়েছে, যোধপুরের বাসিন্দা প্রদীপের সঙ্গে আলাপ হয় গোয়ালিয়রের বাসিন্দা ছদমের। সে জানায়, সে বেঙ্গালুরুর এক কর্পোরেট ফার্মে চাকরি করে। এর পুরোটাই ছিল মিথ্যা। আইএসআইয়ের এজেন্ট মিথ্যা পরিচয় দিয়ে ফেসবুকে ভাব জমায় প্রদীপের সঙ্গে। সেই ফাঁদে পা দেন তিনি।

ক্রমশই গভীর হয় সম্পর্ক। কয়েক মাসের মধ্যে বিষয়টা গড়ায় বিয়ে পর্যন্ত। এরপরই হোয়াটসঅ্যাপে সেনার বেশ কিছু জরুরি নথি ওই তরুণীকে পাঠান তিনি। এখানেই শেষ নয়। প্রদীপের সাহায্যে ফাঁদে ফেলা হয় আরও কয়েকজন সেনাকর্মীকে। কাজে লাগানো হয় ওই তরুণীর আরেক বান্ধবীকেও।

সম্প্রতি পুরো বিষয়টি নজরে আসে পুলিশের। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। গত ১৮ মে অবশেষে রাজস্থান পুলিশ আটক করে প্রদীপকে। তাকে লাগাতার জেরা করা হয়। শেষ পর্যন্ত শনিবার (২১ মে) গ্রেফতার করা হয়। এর সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রদীপকে।

উল্লেখ্য, এমন ঘটনা নতুন নয়। এর আগে গত মার্চে রাজস্থানে এক সেনাকে গ্রেপ্তার করা হয়েছিল একই অভিযোগে। আকাশ মেহরিয়া নামে ওই সেনা জওয়ানের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করেছিলেন এক পাকিস্তানি মহিলা এজেন্ট। এই ধরনের ঘটনা মাঝেমধ্যেই সামনে আসায় আগেই সতর্ক হয়েছে প্রশাসন। সেনাদের সামাজিক মাধ্যম ব্যবহারেও নিয়ম জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর