করোনাভাইরাস মহামারির মধ্যেই দাপট দেখাচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস। আফ্রিকার পর আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও সন্ধান মিলেছে এই ভাইরাসের। এখনো এ বিষয়ে বিস্তারিত জানা না গেলেও সমকামী ও উভকামীদের সতর্ক থাকতে বলেছে ইউরোপ ও ব্রিটেনের স্বাস্থ্য দফতর। তবে এমন সতর্কতার পক্ষে বিপক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
ইউরোপের বিশেষজ্ঞরা সতর্কতা জারি করেন জানান, যারা সমকামী এবং উভকামী, তারা সতর্ক থাকুন। এমন কারো শরীরে যদি কোনো র্যাশ বা ক্ষত দেখা যায়, তাহলে যেন তারা সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান।
বিজ্ঞাপন
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে খবর, নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ছয় জন সমকামী ও উভকামী পুরুষ। সম্প্রতি পুরুষ সঙ্গীর সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার কথা জানিয়েছেন এই ছয় জনের প্রত্যেকেই। শুধু ব্রিটেন নয়, স্পেন ও পর্তুগালে যথাক্রমে ৭ ও ৯ জন পুরুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে, যাদের অধিকাংশই সমকামী কিংবা উভকামী পুরুষ বলে জানা গেছে। তাই সমকামী পুরুষদের আপাতত অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ব্রিটেনের জনস্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, মাঙ্কিপক্স খুব সহজে মানুষের মধ্যে ছড়ায় না। বর্তমানে যারা মাঙ্কিপক্সে আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে সমকামী, উভকামীরা বেশি সংক্রমিত। ফলে যদি কারও যৌনাঙ্গে কোনো র্যাশ বা ক্ষত দেখা যায়, তাহলে যেন তারা সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান।
তবে মাঙ্কিপক্সের সংক্রমণ যৌন সংসর্গের ফলে হয় বলে চিকিৎসকরা জানাননি। যদিও সংক্রমণের ধরন দেখে এই রোগ যৌন সংসর্গের মাধ্যমে ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।মাঙ্কিপক্সে সংক্রমিতের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ালে এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলেও আশঙ্কা চিকিৎসকদের।
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সঙ্গে চারটি ভিন্ন আফ্রিকান দেশে কয়েক বছর ধরে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব নিয়ে তদন্ত করা এপিডেমিওলজিস্ট আন্দ্রেয়া ম্যাককলাম বলেন, এই রোগটি যেভাবে ছড়িয়ে পড়ছে তা অদ্ভূত নয়। আক্রান্ত ব্যক্তির লালা, রক্ত বা পক্সের মাধ্যমে এটি ছড়িয়ে পড়তে পারে। এই ভাইরাস ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।মাঙ্কিপক্সের যে ফুসকুড়ি হয় তা অবিশ্বাস্যভাবে সংক্রামক।
বিজ্ঞাপন
তবে কিছু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ভাইরোলজিস্টরা বলছেন যে, সমকামী পুরুষদের সঙ্গে মাঙ্কিপক্সের সম্পর্ক উল্লেখ করে প্রচারণা চালানো উচিত নয়। এটি অনেকটা ৪০ বছর আগে এইডস নিয়ে চালানো প্রচারণার মতোই। ভাইরাস বিশেষজ্ঞ এবং চিকিত্সক ড. বোঝুমা কাবিসেন টাইটানজি বলেন, 'মাঙ্কিপক্স সমকামী রোগ নয়।'
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার একটি বিবৃতিতে ইঙ্গিত করেছে যে, কেউ সংক্রামক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করে তাদের মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে। এর মধ্যে স্বাস্থ্যকর্মী, পরিবারের সদস্য এবং যৌন অংশীদার অন্তর্ভুক্ত। একটি রোগের কারণে নির্দিষ্ট গোষ্ঠীর লোককে কলঙ্কিত করা কখনই গ্রহণযোগ্য নয়। এটি প্রাদুর্ভাব শেষ করতে বাধা হতে পারে।
মাঙ্কিপক্সের প্রাথমিক উপসর্গ হচ্ছে- জ্বর, মাথাব্যথা, হাড়ের জয়েন্ট এবং মাংসপেশিতে ব্যথা এবং অবসাদ। জ্বর শুরু হওয়ার পর দেহে গুটি দেখা দেয়। এসব গুটি শুরুতে দেখা দেয় মুখে। পরে তা ছড়িয়ে পড়ে হাত এবং পায়ের পাতাসহ দেহের সব জায়গায়। এই গুটির জন্য রোগীর দেহে চুলকানি হয়। পরে গুটি থেকে ক্ষত দেখা দেয়। গুটি বসন্তের মতোই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেও দেহে এসব ক্ষত চিহ্ন রয়ে যায়।
সূত্র: ইনসাইডার ও ডেইলি মেইলের
একে

