সদ্য সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির ২৫ জন নেতাকে পাঞ্জাব অ্যাসেম্বলির সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২০ মে) দেশটির প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা এই সিদ্ধান্তের ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, পাঞ্জাব বিধানসভার ভিন্নমতাবলন্বী সদস্যদের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এরই মধ্যে পাকিস্তানের নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।
বহিষ্কৃত ২৫ নেতা হলেন- রাজা সাগীর আহমেদ, মালিক গোলাম রসুল সাঙ্গা, সাঈদ আকবর খান, মোহাম্মদ আজমল, আলিম খান, নাজির চৌহান, মোহাম্মদ আমিন জুলকারনাইন, মালিক নোমান ল্যাঙ্গারিয়াল, মোহাম্মদ সালমান, জাওয়ার ওয়ারাইচ, নাজিদ আহমেদ খান, ফিদা, জাহরা বাতুল, মোহাম্মদ তাহির, আয়েশা নওয়াজ, সাজিদা ইউসুফ, হারুন ইমরান গুল, আজমি কারদার, মালিক আসাদ, এজাজ মসিহ, সাবতেন রাজা, মহসিন আতা খান খোসা, মিয়ান খালিদ মাহমুদ, মেহের মোহাম্মদ আসলাম এবং ফয়সাল হায়াত।
এ দিন সুপ্রিম কোর্টে প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা, নিসার আহমেদ দুররানি ও শাহ মোহাম্মদ জাতোইয়ের সমন্বয়ে গঠিত ইসিপির তিন সদস্যের বেঞ্চ এ বিষয়ে শুনানি করেন।
ইমরান খানের দল পিটিআইয়ের এ ২৫ নেতা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্বাচনে পিএমএল-এন-এর হামজা শেহবাজকে ভোট দিয়েছিলেন। এ কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তাদের অ্যাসেম্বলির সদস্যপদ বাতিল হয়।
বিজ্ঞাপন
তথ্যসূত্র: জং (উর্দু), ডন।
/আইএইচ

