মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

আরও ২০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২২, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

আরও ২০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের
যুদ্ধে ব্যবহৃত ইউক্রেনীয় ট্যাঙ্ক

সাম্প্রতিক সময়ে আরও ২০০ রুশ সেনা হত্যার দাবি করেছে ইউক্রেন। এ নিয়ে চলমান যুদ্ধে মোট ২৮ হাজার ৭০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি ইউক্রেনীয় সেনাবাহিনী। শুক্রবার এমন তথ্য প্রকাশ করেছে তারা।

এক বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেন, ‘গতকাল আরও ২০০ রুশ সেনা নিহত হয়েছে।’


বিজ্ঞাপন


বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ২০৪ রুশ বিমান, ১৬৮ হেলিকপ্টার, ৪৬০ ড্রোন, ১২৬৩ ট্যাংক ও ৩০৯০টি সাঁজোয়া যান ধ্বংস করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এ সময় রাশিয়া আরও ২০০ মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, ২,১৬২ যানবাহন, ১০৩ ক্রুজ মিসাইল, ৯৩ বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ও ১৩ সামরিক নৌযান হারিয়েছে।

এদিকে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে জানানো হয়েছে, ‘ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় কমপক্ষে ২৩১ শিশু নিহত ও ৪২৭ জন আহত হয়েছে। দোনেৎস্ক, কিয়েভ ও খারকিভ অঞ্চলে চালানো হামলায় বেশিরভাগ শিশু নিহত হয়েছে।’

রুশ হামলার বিষয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রুশ হামলায় ইউক্রেনের ১৮৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ১৭২টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। 

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইউক্রেনে চলমান যুদ্ধে অন্তত ৩,৮৮১ জন নিহত এবং ৪ হাজার ২৭৮ জন আহত হয়েছেন। কিন্তু, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।


বিজ্ঞাপন


জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, ‘ইউক্রেনের মোট ৬৪ লাখ মানুষ অন্য দেশে পালিয়ে গেছেন এবং ৭৭ লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। 

ইউক্রেনের রাশিয়া অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের মুসলিম তাতারদের নেতা মোস্তফা আব্দুলসেমিল কিরিমোগ্লু বলেছেন, ‘রুশ কর্তৃপক্ষ ক্রিমিয়ার মুসলিম তাতারদের বিরুদ্ধে সোভিয়েত যুগের ন্যায় নিপীড়নমূলক নীতি প্রয়োগ করছে।’

তিনি বলেন, ‘এখন ক্রিমিয়ান মুসলিম তাতারদের বিরুদ্ধে এক ধরনের নিয়মতান্ত্রিক নিপীড়নমূলক নীতি পরিচালনা করছে রাশিয়া। এ কারণে ৩০ হাজারের বেশি মুসলিম তাতারে ক্রিমিয়া উপদ্বীপ থেকে পালিয়ে যান। যারা সাহস করে থেকে গিয়েছিলেন তাদের মধ্যে কিছু ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। রুশ কর্তৃপক্ষ তাদের উগ্রবাদী নীতির মাধ্যমে ক্রিমিয়ান তাতারদের এ অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করেছে। অথচ তারা এ অঞ্চলের মোট জনসংখ্যার ১৩ শতাংশ।’  

বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মোস্তফা আব্দুলসেমিল কিরিমোগ্লু বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার এ আগ্রাসন প্রত্যাশিত বা পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না। তাই বর্তমান এ যুদ্ধ হলো একটি সুযোগ যার মাধ্যমে রাশিয়ার দখল থেকে ক্রিমিয়াকে মুক্ত করা যাবে।’

সূত্র: আনাদোলু এজেন্সি

এমইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর