বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

গাজায় ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ০৫:২৯ পিএম

শেয়ার করুন:

গাজায় ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছে ইসরায়েল
ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে অধিক পরিমাণে ত্রাণসামগ্রী সরবরাহের জন্য আক্রমণে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছে ইসরায়েল। প্রতিদিন অঞ্চলটির কিছু অংশে তাদের সামরিক কার্যকলাপে কৌশলগত বিরতি দেওয়া হবে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর সতর্কতার পর এই ঘোষণা দেয় তারা।

রোববার (১৬ জুন) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৮ টায় বিরতি শুরু হবে এবং কার্যকর থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। কেরেম শালোম ক্রসিং থেকে সালাহ আল-দিন রোড এবং উত্তর দিকে যাওয়ার রাস্তা ধরে এ বিরতি দেওয়া হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরতি প্রতিদিনই একইভাবে কার্যকর করা হবে।

এদিকে, গাজার দক্ষিণাঞ্চলে কৌশলগত বিরতি দেওয়া হলেও রাফায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, গত অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ইতোমধ্যেই আট মাসেরও বেশি পার হয়ে গেছে।  যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে শুরু করলেও যুদ্ধ বন্ধ করার মতো কোনো চুক্তি এখনও অনেক দূর মনে হচ্ছে। একদিকে আলোচনা চললেও গাজায় ধারাবাহিক রক্তপাত থামার কোনো লক্ষণ নেই।


বিজ্ঞাপন


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসকে নির্মূল করতে গাজায় অবিরাম হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত অন্তত ৩৭২৯৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আর এদের মধ্যে অন্তত ৩০ জন গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর