শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইউক্রেনের সামরিক অবকাঠামোতে রাশিয়ার গোলাবর্ষণ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২২, ০৮:৫৩ পিএম

শেয়ার করুন:

ইউক্রেনের সামরিক অবকাঠামোতে রাশিয়ার গোলাবর্ষণ 
ইউক্রেনে রুশ সেনাবাহিনীর ট্যাংক

ইউক্রেনের পশ্চিমে অবস্থিত লভিভ অঞ্চলের ইয়াভোরিভ জেলার একটি সামরিক স্থাপনায় রুশ সেনারা গোলাবর্ষণ করেছে। ইউক্রেনের এ অঞ্চলটি পোল্যান্ড সীমান্ত থেকে খুব দূরে নয়। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

লভিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম কোজিটস্কি তার টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে বলেছেন, ‘রুশ হামলার সময় এ অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। এ হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পরের দিন দেওয়া হবে।’


বিজ্ঞাপন


রুশ হামলার পর লভিভ শহরের মেয়র আন্দ্রি সাদোভিই ওই অঞ্চলের নাগরিকদের বলেছেন, ‘এয়ার রেইড সাইরেন বাঁজলে সতর্ক থাকবেন এবং নিজেদের রক্ষা করবেন।’

২৪ ফেব্রুয়ারি তারিখ থেকে চলা রাশিয়ান সামরিক অভিযানে এখন পর্যন্ত মোট ৩,৬৬৮ জন ইউক্রেনীয় নাগরিক মারা গেছেন এবং ৩,৮৬৯ জন আহত হয়েছেন। তবে ধারণা করা হয় যে প্রকৃত মৃতের সংখ্যা আরো বেশি। 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মতে, ইউক্রেনের ৬২ লাখ নাগরিক অন্য দেশে পালিয়ে গেছেন এবং ৭৭ লাখ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড, ইয়েনি শাফাক


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর