টানা তৃতীয়বারের মতো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) জয়ী করার জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘টানা তৃতীয়বারের জন্য মানুষ এনডিএতে তাদের আস্থা রেখেছে! এটি ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক কীর্তি।’
বিজ্ঞাপন
সম্ভাব্য ফলাফলে দেখা যাচ্ছে যে, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করে ২৯০টি আসন জিতবে। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট ২৩৪টি আসনে জয় পেতে যাচ্ছে এক ধরণের প্রত্যাবর্তন করেছে। ২০১৯ সালের নির্বাচনের পর থেকে এটি কংগ্রেসে নেতৃত্বাধীন জোটের রাজনীতিতে একটি বিশাল উন্নতি।
People have placed their faith in NDA, for a third consecutive time! This is a historical feat in India’s history.
— Narendra Modi (@narendramodi) June 4, 2024
I bow to the Janata Janardan for this affection and assure them that we will continue the good work done in the last decade to keep fulfilling the aspirations of…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী আসন থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি বলেন, ‘এই স্নেহের জন্য আমি জনতা জনার্দনকে প্রণাম করি এবং তাদের আশ্বস্ত করছি যে আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে গত দশকে করা ভাল কাজগুলো চালিয়ে যাব।’
মোদি বলেন, ‘আমি আমাদের সব কর্মীকে তাদের কঠোর পরিশ্রমের জন্যও স্যালুট জানাই। কথা দিয়ে কখনোই তাদের অসাধারণ প্রচেষ্টা বিচার করা যাবে না।’
সূত্র: এনডিটিভি
এমএইচটি

