সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আয়ারল্যান্ড-নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৪, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

আয়ারল্যান্ড-নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ইসরায়েল
ফাইল ছবি

আজ বুধবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। তেল আবিবের প্রবল বিরোধিতার মুখেও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে দেশটি। একই সঙ্গে স্পেনও শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিন-ক্ষণ ঘোষণা করবে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে আয়ারল্যান্ড যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাত্র কিছু সময় দূরে; তখন দেশটি থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে তেল আবিব। তারা বলছে— আয়ারল্যান্ড এবং নরওয়ে থেকে তাদের রাষ্ট্রদূতদের ‘জরুরি পরামর্শের জন্য’ ফিরিয়ে নিচ্ছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন
নেতানিয়াহুকে গ্রেফতার করবে নরওয়ে!

পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘আমি আয়ারল্যান্ড এবং নরওয়েকে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি: যারা তার সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে এবং এর নিরাপত্তাকে বিপন্ন করে তাদের বিরুদ্ধে ইসরায়েল পিছপা হবে না’

তিনি বলেন, ‘ইসরায়েল এবিষয়ে নীরবতা অবলম্বন করবে না। তাদের পরিণতি হতে পারে গুরুতর। স্পেন যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে তার বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী। তিনি লিখেছেন, দুই— রাষ্ট্রই ইসরায়েল ফিলিস্তিনের জন্য একমাত্র সমাধান। উভয়ের জন্য শান্তির একমাত্র পথ। সূত্র: বিবিসি


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর