বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বন্দর ব্যবহারে ইরান-ভারত চুক্তি, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৪, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

বন্দর ব্যবহারে ইরান-ভারত চুক্তি, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ইরানের চাবাহার বন্দর ব্যবহারে দেশটির সঙ্গে ১০ বছর মেয়াদি চুক্তি করেছে ভারত। সোমবার (১৩ মে) এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে নয়াদিল্লি ও তেহরান। ইরানের সঙ্গে এই চুক্তির পরই ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। খবর টাইমস অব ইন্ডিয়া।

ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ওয়াশিংটন বলেছে, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল আছে। যারা ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে চায় তাদের ‘এ সংক্রান্ত ঝুঁকির বিষয়টি’ বিবেচনা করা উচিত।


বিজ্ঞাপন


ইরানের চাবাহার বন্দর ব্যবহারের জন্য ভারতের ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড এবং পোর্ট ম্যারিটাইম অর্গানাইজেশন অব ইরানের মধ্যে চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড চাবাহার বন্দরে সরাসরি ১২০ মিলিয়ন ডলার এবং ঋণ পরিষেবার মাধ্যমে আরও ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

কৌশলগত দিক বিবেচনায় ভারতের জন্য ইরানের চাবাহার বন্দরটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই বন্দর ব্যবহার করে ভারতের জন্য ইরান, আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া, মধ্য এশিয়ার দেশগুলো এমনকি ইউরোপেও পৌঁছানো সহজ হবে।

ভারতের আশা, এই চুক্তির ফলে ইরান ও আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে চাবাহার বন্দরে বিনিয়োগের জন্য ১০০ কোটি রুপির অনুমোদন দিয়েছে।

এদিকে চাবাহার বন্দর নিয়ে ইরান-ভারত চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ভারত তার নিজস্ব বৈদেশিক নীতিমালা বাস্তবায়ন ও লক্ষ্য অর্জনে চাবাহার বন্দরের বিষয়ে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কী করবে সেটা তাদের বিষয়। তবে আমি শুধু বলব, যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত এবং ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল আছে এবং আমরা সেগুলোর প্রয়োগ অব্যাহত রাখব। তাই বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।


বিজ্ঞাপন


মার্কিন মুখপাত্র আরও বলেন, ইরানের সঙ্গে কেউ ব্যবসায়িক চুক্তি করলে তাদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কেও সচেতন হতে হবে— তারা নিজেদের নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির মুখে ফেলছে। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান বেদান্ত প্যাটেল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর