মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ঢাকা

বাইডেনের হুমকির পরও রাফায় ইসরায়েলের ব্যাপক গোলাবর্ষণ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৪, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

বাইডেনের হুমকির পরও রাফায় ইসরায়েলের ব্যাপক গোলাবর্ষণ

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরীতে বড় কোনো অভিযান চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে— মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সতর্কতার পরও সেখানে ভারি গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাফায় রাতজুড়ে ইসরায়েলি হামলা হয়েছে— এমন রিপোর্ট পাওয়া যাচ্ছে। তবে এ হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।


বিজ্ঞাপন


রাফার একজন ত্রাণকর্মী বলেন, নগরীটিতে গত ২৪ ঘণ্টায় তুমুল বোমা হামলা হয়েছে। এমন বোমা হামলা গত দুই সপ্তাহেও দেখা যায়নি।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, শহরটিতে ভারী হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের সংবাদসংস্থা ওয়াফা বলছে, শহরটির পশ্চিমে ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছে।

ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ ত্রাণ সংস্থার (ইউএনআরডব্লিউএ) এক কর্মী বলেন, বৃহস্পতিবার সকালে কয়েক মাইল দূরে রাফার পূর্বাঞ্চলে ঘন ঘন বোমা হামলা হয়েছে। আর সেই বোমার আঘাতে কেঁপে কেঁপে উঠছে পশ্চিম রাফার ভবন, যেখানে তিনি রয়েছেন।

এমন হামলার মুখে বাস্তুচ্যুত মানুষদের নিয়ে এলাকা ছেড়ে যাচ্ছে বেশকিছু গাড়ি। জানালা দিয়ে তা দেখতে পাওয়ার কথা জানিয়েছেন লুইস নামের এই ত্রাণকর্মী। তিনি বলেন, রাফায় এমনকিছু মানুষ আছে যারা বেশিদূর যেতে অপারগ। কারণ তাদের অনেকেই বৃদ্ধ, আবার অনেকে শিশু।


বিজ্ঞাপন


Rafah_Attack-1

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার থেকে রাফাহ ছেড়েছেন অন্তত ৮০ হাজার মানুষ।

বুধবার রাতেও রাফায় অবিরাম গোলাবর্ষণ হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এক প্রত্যক্ষদর্শী বলেন, তারা আমাদের ওপর গোলাবর্ষণ শুরু করেছে।

প্রতি ১০ সেকেন্ড পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন সেখানকার আরেক প্রত্যক্ষদর্শী।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর