বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝুলন্ত অবস্থায় দুর্গম পর্বতে এক ঘণ্টা আটকা!

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৪, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

ঝুলন্ত অবস্থায় দুর্গম পর্বতে এক ঘণ্টা আটকা!

পূর্ব চীনের ইয়াংডাং পর্বতে আরোহণকারীরা এক ঘণ্টারও বেশি সময় ধরে পর্বতের একটি অংশে আটকা পড়েছিলেন। একটি দড়িকে আঁকড়ে ধরে কোনোভাবে ঝুলে ছিলেন তারা। অতিরিক্ত পর্বতারোহীর উপস্থিতিই এর কারণ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে।

ভয়ংকর এই ঘটনা ঘটে এই সপ্তাহের শুরুর দিকে। পর্বতারোহীদের ধাতব দড়ি ও আংটা ধরে আটকে থাকার ছবি চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।


বিজ্ঞাপন


ইয়াংডা পর্বত চসা প্রদেশের সাংহাই থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এর উচ্চতা ১ হাজার ১৫০ মিটার (৩ হাজার ৭৭৩ ফুট)। 

মূলত কখনও কখনও পর্বতারোহীর সংখ্যা এত বেড়ে যায় যে সামনের পর্বতারোহীরা এগিয়ে না যাওয়া পর্যন্ত পেছনের পর্বতারোহীরা আটকা পড়ে থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক চীনা নাগরিক মন্তব্য করেন, এটা ভয়ংকর! আমার মতো উচ্চতাভীতি আছে এমন কেউ সেখানে থাকলে হয়তো নিজেকে ভিজিয়ে ফেলত।

আরেকজন মন্তব্য করেন, এর জন্য আমাকে যদি মোটা অঙ্কের অর্থ দেওয়া হলেও আমি রাজি না।


বিজ্ঞাপন


কেন এই অবস্থা হয়েছে তার ব্যাখ্যা দিয়েছে এই পার্বত্য এলাকায় ভ্রমণের দেখভাল করার দায়িত্বে থাকা ওয়েরঝু দিংচেং স্পোর্টস ডেভেলপমেন্ট কোম্পানি।

কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, কতজন গ্রাহক আসবেন, সে সম্পর্কে আমাদের ভুল ধারণা, টিকিট সংরক্ষণ ব্যবস্থার মতো কার্যকর ট্র্যাফিক নিয়ন্ত্রণের অভাব এবং ব্যবস্থাপনায় ত্রুটির কারণে গ্রাহকেরা আরোহণের পথে অবরুদ্ধ এবং আটকা পড়েছিলেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর