বুধবার, ২৬ জুন, ২০২৪, ঢাকা

রাফা অভিযানে ‘রক্তগঙ্গা’ বইতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৪, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

রাফা অভিযানে ‘রক্তগঙ্গা’ বইতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ করে আক্রমণ করতে পারে। তবে এ অভিযান চালালে সেখানে রক্তগঙ্গা বয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

শুক্রবার (৩ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়, গত সাত মাস ধরে চলা যুদ্ধে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি মিশর সীমান্তের রাফা শহরে অবস্থান নিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী মনে করছে, হামাস সদস্যদের নিশ্চিহ্ন করতে সেখানে বড় পরিসরে স্থল অভিযান চালানো প্রয়োজন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এ অভিযান চালানোর অভিপ্রায় ব্যক্ত করেছেন।

এ পরিস্থিতিতে সেখানে আশ্রয় নেওয়া মানুষের ওপর ইসরায়েলি সামরিক অভিযানের সম্ভাব্য প্রভাব নিয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সতর্ক করে দিয়েছেন।

এক এক্স (সাবেক টুইটার) বার্তায় তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, গাজার রাফায় সম্ভাব্য পূর্ণমাত্রার সামরিক অভিযান নিয়ে ডব্লিউএইচও উদ্বিগ্ন। এর ফলে সেখানে রক্তগঙ্গা দেখা যেতে পারে। সেখানকার ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা আরও দুর্বল হতে পারে।  


বিজ্ঞাপন


এক বিবৃতিতে ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, রাফা অভিযানের ফলে হতাহতের সংখ্যা এতটাই বেশি হতে পারে যে সেখানকার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা তা সামাল দিতে পারবে না।

ডব্লিউএইচও বলছে, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১২টি এবং ৮৮টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে ২২টি আংশিকভাবে কার্যকর রয়েছে।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর