শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ করা হয়েছে। ইসহাক দার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা নওয়াজ শরিফের মেয়ে আসমা নওয়াজের শ্বশুর। খবর ডন, জিও নিউজ।

এমন এক সময়ে এই নিয়োগ দেওয়া হল যখন প্রধানমন্ত্রী শাহবাজ ও ইসহাক দার অন্যান্য মন্ত্রীদের সাথে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সভায় যোগ দিতে সৌদি আরবে রয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (২৮ এপ্রিল) পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানিয়েছে।

পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারকে উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী। অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তানে পিএমএল–এনের নেতৃত্বে জোট সরকার গঠিত হলে পররাষ্ট্রমন্ত্রী হন ৭৩ বছর বয়সী ইসহাক দার। এর আগে তিনি চারবার দেশটির অর্থমন্ত্রী ছিলেন।

ইসহাক দার একজন চার্টার্ড অ্যাকাউনট্যান্ট। ঝানু রাজনীতিবিদ হিসেবেও তিনি পরিচিত। নওয়াজ শরিফের নিকটাত্মীয় হওয়ার পাশাপাশি তার ঘনিষ্ঠ একজন মিত্র ইসহাক দার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর