রোববার, ১৯ মে, ২০২৪, ঢাকা

থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের প্রাণহানি
ছবি: ইপিএ/স্ট্রেইট টাইমস

থাইল্যান্ডে প্রভাব খাটাচ্ছে তীব্র গরম। তাপমাত্রা অত্যধিক হওয়ায় জনজীবনে এর প্রভাব পড়েছে। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হিস্ট স্ট্রোকের বিষয়ে নতুন করে সতর্কতা জারি করে বলা হয়েছে, চলতি বছরে দেশজুড়ে হিস্ট স্ট্রোকে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি ঘটেছে।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চরম তাপদাহের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। নগরীতে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: থাইল্যান্ডের এক বৌদ্ধমন্দিরের সব সন্ন্যাসী মাদকাসক্ত

ব্যতিক্রমী গরম আবহাওয়ার একটি তরঙ্গ এই সপ্তাহে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে বিস্ফোরণ ঘটিয়েছে। তীব্র তাপদাহের কারণে ফিলিপাইনে স্কুলে ক্লাস স্থগিত করা হয়েছে। দেশটির নাগরিকরা বলেছেন, গরমের তীব্রতা এত বেশি যে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছে।

থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ১ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশটিতে হিট স্ট্রোকে অন্তত ৩০ জন মারা গেছেন। তার আগে ২০২৩ সালে দেশটিতে হিট স্ট্রোকে ৩৭ জনের প্রাণহানি ঘটে।

আরও পড়ুন: বিদেশিদের জমি কেনার অনুমতি দিতে যাচ্ছে থাইল্যান্ড


বিজ্ঞাপন


বাংলাদেশেও নজিরবিহীন তাপদাহ শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি কামনায় বিশেষ নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলিমরা।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর