মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি!
ছবি: দ্য ওয়াল

ভারতের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে রোববার আয়কর দফতর তল্লাশি চালিয়েছে বলে দাবি করা হয়েছে। সোমবার একই ভাবে তল্লাশি চালানো হলো কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারে। তবে আয়কর দফতর নয়, এই অভিযান চালিয়েছে নির্বাচন কমিশন। 

নিজের নির্বাচনী কেন্দ্র কেরালার ওয়েনাড়ে যাচ্ছিলেন রাহুল গান্ধী। সোমবার সেখানেই সভা থেকে শুরু করে কিছু কর্মসূচি রয়েছে তার। কিন্তু সকালে তার হেলিকপ্টার সেখানে ল্যান্ড করা মাত্রই পৌঁছে যান নির্বাচন কমিশনের কর্মকর্তারা। হেলিকপ্টারের কাগজপত্র থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখেন তারা। যদিও শুধু রাহুল নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধির হেলিকপ্টারেও তল্লাশি অভিযান চালিয়েছে নির্বাচন কমিশন। খবর দ্য ওয়ালের


বিজ্ঞাপন


তৃণমূল নেতার হেলিকপ্টারে অভিযান নিয়ে অভিযোগে দলটি বলেছে, তল্লাশি অভিযান চালিয়ে কিছু না পেয়ে নিরাপত্তারক্ষীদের হুমকি দেন আয়কর কর্মকর্তারা। এমনকি হেলিকপ্টার বেআইনি বলে আটকে রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন। 

কিন্তু আয়কর দফতর সূত্রের খবর, ভোটের সময় কোনও অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় কুইক রেসপন্স টিম। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রুটিন তল্লাশি চালানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে।

গোটা বিষয় নিয়ে নির্বাচন কমিশনেও চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে আয়কর দফতরের বিরুদ্ধে সরব হয়েছে তারা। শাসক শিবিরের দাবি, আয়কর দফতর তার ক্ষমতার অপব্যবহার করছে এবং বিশেষ ক্ষেত্রে অতিসক্রিয়তা দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার জন্য কার্যত বিজেপির সুবিধার্থে কাজ করছে তারা।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর