বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

প্রথমবারের মতো করোনার কথা স্বীকার উ.কোরিয়ার, দেশজুড়ে লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২২, ১২:০১ পিএম

শেয়ার করুন:

প্রথমবারের মতো করোনার কথা স্বীকার উ.কোরিয়ার, দেশজুড়ে লকডাউন

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে আড়াই বছর ধরে লড়ছে বিশ্ব। বিভিন্ন দেশে লাখ লাখ মানুষের মৃত্যু হলেও উত্তর কোরিয়া এতদিন তাদের দেশে করোনার উপস্থিতি স্বীকার করেনি। প্রথমবারের মতো করোনার প্রভাবের কথা স্বীকার করার পাশাপাশি দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে কিম জং উন প্রশাসন।

তবে কতজনের করোনা শনাক্ত হয়েছে সে বিষয়টি উল্লেখ করেনি উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন বার্তা দিয়েছেন যে, 'অল্প সময়ের মধ্যে ভাইরাসকে নির্মূল করাই লক্ষ্য।' 


বিজ্ঞাপন


রয়টার্সের খবরে বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ং-এ জ্বরে আক্রান্ত কয়েকজনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।
 
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, সবার শরীরে করোনার ওমিক্রন ধরনের সন্ধান মিলেছে। 

কোরিয়ার সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে। পরিস্থিতি সামাল দিতে বৈঠক করেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। করোনাভাইরাস রুখতে ব্যাপক কড়াকড়ি বিধিনিষেধ প্রয়োগের বার্তা দেওয়া হয়েছে ওই বৈঠকে।

বিশ্লেষকদের দাবি, করোনাভাইরাসের উপস্থিতি স্বীকার না করলেও উত্তর কোরিয়ায় অনেক আগে থেকেই মহামারির প্রভাব পড়েছে। চীন তাদেরকে করোনার টিকা দিতে চাইলেও সেই প্রস্তাব নাকচ করে দেয় দেশটি। এর ফলে সেখানে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মনে করা হচ্ছে।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর