শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

মিয়ানমারের বাগোতে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারের বাগোতে ভয়াবহ আগুন
প্রতীকী ছবি/সংগৃহীত

মিয়ানমারের বাগো অঞ্চলের কিয়াউকতাগা শহরতলীর একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ায় অনেক দোকান ও বাড়িঘর পুড়ে গেছে।

বুধবার বাগো অঞ্চলের ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।


বিজ্ঞাপন


তিনি বলেন, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সেখানে আগুন লাগার ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এতে বাজারের প্রায় ৫শ’টি দোকানের মধ্যে ৪৫০টি এবং আশপাশের নয়টি বাড়ি আগুনে পুড়ে গেছে।

ওই কর্মকর্তা বলেন, আগুন নেভাতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগে। সেখানের একটি সেলুন দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, আগুনে অনেক মুদি, পোশাক ও খাদ্য সামগ্রীর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারটিতে আগুনের ঘটনায় কর্তৃপক্ষ সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর