শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

২ ফিলিস্তিনিকে হত্যা করে বুলডোজার দিয়ে বালুচাপা দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

২ ফিলিস্তিনিকে হত্যা করে বুলডোজার দিয়ে বালুচাপা দিলো ইসরায়েল
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার একটি সৈকতে দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর সামরিক বুলডোজার দিয়ে মরদেহ দুটি বালুচাপা দিয়েছেন ইসরায়েলি সেনারা। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, সৈকতে নিরস্ত্র অবস্থায় হাঁটছিলেন দুই ফিলিস্তিনি। এর কিছুক্ষণ পর তাদের একজনকে বারবার সাদা কাপড়ের টুকরো নাড়তে দেখা। কিন্তু কোনো হুমকি সৃষ্টি না করলেও ইসরায়েলি সেনারা গুলি করে তাদের হত্যা করেন। পরে গাজা শহরের কাছে সামরিক বুলডোজার দিয়ে মরদেহ দুটি বালুচাপা দেওয়া হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন
গাজার বর্বরতাকে ইসরায়েলি ‘গণহত্যা’ বলায় জাতিসংঘের বিশেষজ্ঞকে হুমকি

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলেছে, এটা ইসরায়েলি বাহিনীর ফ্যাসিবাদ এবং অপরাধের মাত্রার আরও একটি প্রমাণ, যা জায়নবাদী আচরণকে পরিচালিত করে। সূত্র: আল-জাজিরা

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর