মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতের সেনা সরিয়ে চীনের সামরিক সহায়তা নিচ্ছে মালদ্বীপ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৪, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

ভারতের সেনা সরিয়ে চীনের সামরিক সহায়তা নিচ্ছে মালদ্বীপ!
মুহাম্মদ মুইজ্জু- ফাইল ফটো/সংগৃহীত

মালদ্বীপ ছাড়তে ভারতীয় সেনাকে ডেডলাইন দিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু। তিনি বলেছেন, ১০ মের মধ্যে সব ভারতীয় সেনাকে মালদ্বীপ ছাড়তে হবে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় সেনাকে ফেরত পাঠালেও চীনের সঙ্গে সামরিক সহায়তা চুক্তি করেছে মালদ্বীপ।

প্রতিবেদনে বলা হয়েছে, মালে ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক আরও পোক্ত করতে দুই দেশ সামরিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী মালদ্বীপকে সামরিক সহায়তা বিনামূল্যে দেবে চীন। দুই দেশের সামরিক সহযোগিতা বিষয়ে আলোচনা করতে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মদ ঘাসান দেখা করেন চীনের মেজর জেনারেল ঝাং বাওকুনের সঙ্গে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ধমক দেওয়ার লাইসেন্স কাউকে দিইনি: ভারতকে ইঙ্গিত করে মুইজ্জু

বাওকুন 'ইন্টারন্যাশনাল মিলিটারি কোঅপারেশন অফ চায়না'র ডেপুটি ডিরেক্টর। মালদ্বীপ ও চীনের সামরিক সহায়তা চুক্তিতে আর কী কী রয়েছে, তা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

কিছুদিন আগেই মালদ্বীপের জলসীমায় ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সেনার ত্রিদেশীয় একটি মহড়া আয়োজিত হয়। সেই সময় চীনের গবেষণা ধর্মী জাহাজ, শিয়াং ইয়াং হং-৩ জাহাজ মালদ্বীপের বন্দরে নোঙর করে। তবে ভারতের অভিযোগ এটি চীনের গোয়েন্দা জাহাজ। এ নিয়ে আপত্তি তোলে ভারত।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর