বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

আগুন আতঙ্কে লাফ, অন্য ট্রেনে কাটা পড়ে বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

আগুন আতঙ্কে লাফ, অন্য ট্রেনে কাটা পড়ে বহু হতাহত

ভারতের ঝাড়খণ্ডের জামতাড়ায় ট্রেনে কাটা পড়ে বেশ কয়েকজনের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রেনে আগুন লেগেছে এমন আতঙ্কে যাত্রীরা লাফ দিলে অন্য ট্রেনে কাটা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

বুধবার রাতে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বিদ্যাসাগর ও কাশিটার স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, একটি ট্রেনে আগুন লাগার খবর শোনার পর চেন টেনে রেললাইনে লাফিয়ে পড়েন যাত্রীরা। তখন আরেকটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯ বাংলার খবরে ১২ জন নিহত হওয়ার খবর দেওয়া হয়েছে। এই সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, ভাগলপুরের অঙ্গ এক্সপ্রেসে বুধবার আচমকাই আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। এ সময় ট্রেন জামতাড়া পার হচ্ছিল।

আগুন আতঙ্কে বেশ কিছু যাত্রী হঠাৎ করে রেললাইনে নেমে পড়ে। উল্টোদিক থেকে আসানসোল ঝাঁঝা এক্সপ্রেস ওই সময় আসছিল। সেই ট্রেনেই ধাক্কা লাগে অনেক যাত্রীর। এতে ১২ জন নিহত হয়েছেন।

বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে। আহতদের উদ্ধারে মেডিকেল টিম, চারটি অ্যাম্বুলেন্স ও তিনটি বাস ঘটনাস্থলে গেছে বলে জামতারার জেলা প্রশাসক জানিয়েছেন।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর