রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ঢাকা

মন্ত্রণালয়ে আগ্রহী নই, জানালেন বিলাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

মন্ত্রণালয়ে আগ্রহী নই, জানালেন বিলাওয়াল

পাকিস্তানের নতুন সরকারকে বিভিন্ন প্রেক্ষাপটে সমর্থন দিলেও মন্ত্রণালয়ে আগ্রহ নেই বলে জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। খবর ডন

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


বিজ্ঞাপন


বিলাওয়াল ভুট্টো বলেন, ‘পিপিপি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা নিজেরা ফেডারেল সরকারে যোগদান করার মতো অবস্থানে নেই এবং আমরা এই ধরনের পরিস্থিতিতে মন্ত্রণালয় নিতে আগ্রহী নই।’

পিপিপি চেয়ারম্যান বলেন, পিপিপি সরকার গঠন এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখতে চাই না বলেও জানান বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, ‘পিপিপি সিদ্ধান্ত অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিত্তি করে একটি ইশতেহারের ভিত্তিতে এই নির্বাচন পরিচালনা করেছি […] আমরা রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে চাই এবং রাজনীতির এই বিষাক্ত পরিবেশের অবসান চাই।’


বিজ্ঞাপন


বিলাওয়াল বলেন, ‘এই লক্ষ্যে, পাকিস্তানের সরকার গঠন ও রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার নিশ্চিত করার জন্য বিভিন্ন ইস্যুতে পিপিপি গুরুত্বপূর্ণ ভোটে সমর্থন দিতে আগ্রহী।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৬৫ আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৩৪ আসনের। কিন্তু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

দেশটির নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০২ আসন, যাদের মধ্যে অধিকাংশ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত। আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) পেয়েছে ৭৩ আসন এবং বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪ আসন।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর