মার্কিন যুক্তরাষ্ট্রে পারডিউ ইউনিভার্সিটির ছাত্রের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে টিপেক্যানোয়ি কাউন্টি।
ভারতীয় সংবমাধ্যম এএনআই এর খবরে বলা হয়েছে, ভারতীয় ওই ছাত্রের নাম নীল আচারিয়া। রোববার নীলের মায়ের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়, সেখানে ছেলের নিখোঁজ থাকার বিষয়টি শেয়ার করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৯২
খবরে বলা হয়েছে, শিকাগোতে কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়া পারডিউ ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করছে। এর পাশাপাশি নীলের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছে তারা।
US: Missing Indian student of Purdue University, confirmed dead
— ANI Digital (@ani_digital) January 30, 2024
Read @ANI Story | https://t.co/uzYcWM9DGY#US #IndianStudent #PurdueUniversity pic.twitter.com/DHaHu1cfcA
এই সপ্তাহেই যুক্তরাষ্ট্রে এক ভারতীয় ছাত্রকে হাতুড়ির আঘাতে মেরে ফেলার অভিযোগ উঠেছিল। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যে ব্যক্তি ওই ছাত্রকে মারছিলেন তিনি একজন গৃহহীন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীর যাত্রা শুরু, ভাড়া কত?
নিহত ছাত্রের দেহটিকে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়। ২৪ জানুয়ারী বিবেক নামের ওই ছাত্রের মরদেহ ভারতে তার পরিবারে কাছে পাঠানো হয়।
একে

