মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি, ইরানে চারজনের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি, ইরানে চারজনের ফাঁসি কার্যকর
ইরানের পতাকা- সংগৃহীত

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তরচরবৃত্তির অভিযোগে চারজনের ফাঁসি কার্যকর করেছে ইরান। সোমবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, অভিযুক্তদের ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য সরঞ্জাম উৎপাদনকারী ইসফাহানভিত্তিক একটি কারখানায় বোমা হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইরানে গুলিতে ৯ পাকিস্তানি নিহত, ফের উত্তেজনার শঙ্কা

অভিযুক্ত চারজন ইরানি নাগরিক হিসেবে শনাক্ত হয়েছেন: মোহাম্মদ ফারামারজি, মোহসেন মাজলুম, ভাফা আজারবার এবং পেজমান ফাতেহি। গত বছরের সেপ্টেম্বরে দেশটির একটি আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় দেন। সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

খবরে বলা হয়েছে, ২০২২ সালে ইরান বলেছিল, তাদের গোয়েন্দা কর্মকর্তারা মোসাদের সাথে যুক্ত একটি গ্রুপকে ভেঙে দিয়েছে, যারা ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করেছিল। গ্রুপের সব সদস্যকে গ্রেপ্তার করেছিল এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক বাজেয়াপ্ত করেছিল।

আরও পড়ুন: এবার লোহিত সাগরে ইরানের যুদ্ধজাহাজ


বিজ্ঞাপন


ইরান নিয়মিত মোসাদ ও অন্যান্য পশ্চিমা গোয়েন্দা সংস্থার জন্য গুপ্তচরবৃত্তির জন্য দেশটির নাগরিকদের গ্রেপ্তার, বিচার এবং মৃত্যুদণ্ডের খবর প্রকাশ করে থাকে।

চলতি মাসেই ইরাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দফতরে হামলা করে ইরান।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর