মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন পুতিন!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন পুতিন!
ফাইল ফটো/কেসিএনএ

বিশ্বের আলোচিত দেশ উত্তর কোরিয়া সফরে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।

কেসিএনএ জানিয়েছে, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী চো সুন হুইয়ের রাশিয়া সফরে রুশ প্রেসিডেন্টকে এ আমন্ত্রণ জানানো হয়। সেটি গ্রহণও করেন রুশ প্রেসিডেন্ট। এ সময় তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদ জানান। খবর রয়টার্সের


বিজ্ঞাপন


আরও পড়ুন: নিষেধাজ্ঞার মধ্যেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে রাশিয়া

এক সপ্তাহ আগে রাশিয়া সফরের যান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সমর্থন জানানোয় উত্তর কোরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুতিন। এছাড়া, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের উস্কানিমূলক আচরণে উদ্বেগও জানান তিনি।

যদি পুতিন পিয়ংইয়ং এ যান তাহলে, গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে এটি হবে উত্তর কোরিয়ায় রুশ প্রেসিডেন্টের প্রথম সফর।

সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে, রাশিয়া আশা করছে যে কিমের আমন্ত্রণে পুতিনের উত্তর কোরিয়া সফর 'অদূর ভবিষ্যতে' হবে। তবে তিনি বলেছেন যে, কোনও তারিখ এখনও নির্ধারিত হয়নি।


বিজ্ঞাপন


১৯৯৯ সালে বরিস ইয়েলৎসিনের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর পুতিন কিম জং উনের পিতা কিম জং ইলের সাথে বৈঠকের জন্য ২০০০ সালের জুলাইয়ে পিয়ংইয়ং সফর করেন।

আরও পড়ুন: পশ্চিমা হুমকিকে পাত্তা দিচ্ছেন না কিম!

পেসকভ আগেই জানিয়েছিলেন যে, সেপ্টেম্বরে রাশিয়ায় একটি শীর্ষ সম্মেলনের জন্য রাশিয়ায় দেখা করার সময় রাশিয়ার প্রেসিডেন্ট কিমের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন।

সাম্প্রতিক বছরগুলিতে কিম এবং পুতিনের ক্রমবর্ধমান সম্পর্ক ওয়াশিংটন এবং তার মিত্রদের উদ্বিগ্ন করেছে। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন ও দুই দেশের মধ্যে অস্ত্র ব্যবসার নিন্দা করেছে।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর