শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

এবার আরব সাগরে যুদ্ধজাহাজ পাঠাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

এবার আরব সাগরে যুদ্ধজাহাজ পাঠাল পাকিস্তান
ফাইল ফটো/ডেইলি পাকিস্তান

নিরাপত্তাজনিত সমস্যার কারণে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে পাকিস্তান নৌ বাহিনী। রোববার দেশটির নৌ বাহিনীর একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। গত মাসে ভারতীয় নৌ বাহিনী বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ মোতায়েন করে।

পাকিস্তানের ওই মুখপাত্র বলেছেন, পাকিস্তানের বাণিজ্যিক রুটের নিরাপত্তা নিশ্চিত রাখতে পাকিস্তান নৌ বাহিনী আরব সাগরে তাদের মহড়া অব্যাহত রাখবে। খবর জিও নিউজের


বিজ্ঞাপন


আরব সাগরে ভারতীয় ক্রুসহ জাহাজ ছিনতাইয়ের ঘটনার পরেই পাকিস্তান এ পদক্ষেপ নিলো।

আরও পড়ুন: বিশ্বে নির্বাচনের বছর ২০২৪, ভোটার ৪০০ কোটি!

লোহিত সাগরে সম্প্রতি বিভিন্ন জাহাজের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এ ছাড়া পাকিস্তানগামী এক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

এ নিয়ে এক বিবৃতিতে গতকাল পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, নৌ বাহিনী পাকিস্তান ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক রুটগুলোর ক্রমাগত আকাশ নজরদারিও করা হচ্ছে।


বিজ্ঞাপন


৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর গাজার সঙ্গে একাত্মতা প্রকাশ করে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরে বারবার হামলার ফলে বড় বড় শিপিং কম্পানির কিছু বাণিজ্যিক জাহাজ বেশ খানিকটা ঘুরপথে দক্ষিণ আফ্রিকার উপকূল ঘেঁষে বিকল্প রুটে চলাচল করছে।

আরও পড়ুন: পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের

হুতিদের হামলা ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন নতুন জোট লোহিত সাগরে অপারেশন প্রপারিটি গার্ডিয়ান নামের অভিযান শুরু করেছে। তবে হুতি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর